Wednesday, January 4, 2023

দুঃসপ্ন।

 

দুঃসপ্ন। 

তোমার সাথে অনেকটা পথ চলা,

একা একা তোমায়  কথা বলা। 

তুমি আমার ছোট বেলার সেই পুতুল খেলা,

তোমায় ভাবতে কাটে আমার বেলা। 

কত শত স্মৃতি দেখি তোমার ওই চোখে, 

কাটাতে চাই জীবন তোমার চোখে চোখ রেখে। 

তুমি আমার ভালোবাসার প্রথম সেই স্মৃতি,

তোমায় যদি চাই মৃত্যুর পরের জীবনে ও তাই হবে কৃত্তি। 

ছোট বেলার স্বপ্ন গুলো রঙিন ছিল বেশ,

তুমি আমার শুরু আবার তুমি আমার শেষ। 

এমন ভাগ্য তুমি বোলো কয়জন এই থাকে?

আল্লাহ চাইলেই শুধু ভালোবাসার মানুষদের পাশাপাশি রাখে। 

তোমার হাসি আমার এ মন বড্ড ভালোবাসে,

বাকিটা জীবন থাকতে চাই তোমার পাশে পাশে। 

কত শত রাস্তা শহর আমাদের কথা গল্প বলে। 



The nightmare.

walk a long way with you,

Talking to you alone.

You are my childhood toy,

I spend my time thinking about you.

How many memories I see in your eyes,

I want to spend my life with eyes in your eyes.

You are the first memory of my love,

If you want it in the life after death, it will be the same.

Childhood dreams were very colorful,

You are my beginning and you are my end.

How many of you say such a fate?

Allah keeps only the people he loves by His will.

I love your smile so much

I want to spend the rest of my life with you.

How many streets the city tells us stories

দুঃসপ্ন।

  দুঃসপ্ন।  তোমার সাথে অনেকটা পথ চলা, একা একা তোমায়  কথা বলা।  তুমি আমার ছোট বেলার সেই পুতুল খেলা, তোমায় ভাবতে কাটে আমার বেলা।  কত শত স্মৃতি...