জীবনে ও ভুবনে।
তোমার জন্য নিজেকে ভেঙ্গে, নতুন করে গড়া,
তোমায় নিয়ে নতুন করে আবার সুর করা।
অপূর্ণ সব স্বপ্ন গুলো মানুষেরই থাকে,
তোমায় দেখে স্বপ্ন গুলোর,নতুন সাধ জাগে।
তিনি লেখেন , তিনি সাজান , সবটুকু তার জানা ,
তোমাতে তাকিয়ে কাটিয়ে দিব, আমার জীবন খানা।
একই তুলিতে রাংয়িছে, হে মহান তোমাতে,
ভুল গুলো সব সারি ধরে, আমায় গোনাতে।
নিজ ভাষা তে নেই আমার লেখা টাও জানা ,
তোমায় নিয়ে লিখতে আমার নেই কোনো মানা।
ঊঠতে, বসতে , বলতে, ফিরতে অথবা কোনো মহা প্লাবন এ,
আমি তোমার ছায়া হবো মায়ার এই ভুবনে।
In life and in the world.
To break and rebuild myself for you,
Tune again with you.
Unfulfilled dreams belong to people.
When I see you, I wake up with new dreams.
He writes, he arranges, everything he knows,
I will spend my life looking at you.
dyed in the same tuli, O great one,
Mistakes all lined up, count me.
I don't even know my writing in my own language.
I have no reason to write about you.
to rise, to sit, to speak, to return, or at any great flood,
I will be your shadow in this world of Maya.