Wednesday, January 4, 2023

দুঃসপ্ন।

 

দুঃসপ্ন। 

তোমার সাথে অনেকটা পথ চলা,

একা একা তোমায়  কথা বলা। 

তুমি আমার ছোট বেলার সেই পুতুল খেলা,

তোমায় ভাবতে কাটে আমার বেলা। 

কত শত স্মৃতি দেখি তোমার ওই চোখে, 

কাটাতে চাই জীবন তোমার চোখে চোখ রেখে। 

তুমি আমার ভালোবাসার প্রথম সেই স্মৃতি,

তোমায় যদি চাই মৃত্যুর পরের জীবনে ও তাই হবে কৃত্তি। 

ছোট বেলার স্বপ্ন গুলো রঙিন ছিল বেশ,

তুমি আমার শুরু আবার তুমি আমার শেষ। 

এমন ভাগ্য তুমি বোলো কয়জন এই থাকে?

আল্লাহ চাইলেই শুধু ভালোবাসার মানুষদের পাশাপাশি রাখে। 

তোমার হাসি আমার এ মন বড্ড ভালোবাসে,

বাকিটা জীবন থাকতে চাই তোমার পাশে পাশে। 

কত শত রাস্তা শহর আমাদের কথা গল্প বলে। 



The nightmare.

walk a long way with you,

Talking to you alone.

You are my childhood toy,

I spend my time thinking about you.

How many memories I see in your eyes,

I want to spend my life with eyes in your eyes.

You are the first memory of my love,

If you want it in the life after death, it will be the same.

Childhood dreams were very colorful,

You are my beginning and you are my end.

How many of you say such a fate?

Allah keeps only the people he loves by His will.

I love your smile so much

I want to spend the rest of my life with you.

How many streets the city tells us stories

Tuesday, December 20, 2022

জীবনে ও ভুবনে।

                     জীবনে ও ভুবনে। 

তোমার জন্য নিজেকে ভেঙ্গে, নতুন করে গড়া,

তোমায় নিয়ে নতুন করে আবার সুর করা। 

অপূর্ণ সব স্বপ্ন গুলো মানুষেরই থাকে,

তোমায় দেখে স্বপ্ন গুলোর,নতুন সাধ জাগে। 

তিনি লেখেন , তিনি সাজান , সবটুকু তার জানা , 

তোমাতে তাকিয়ে কাটিয়ে দিব, আমার জীবন খানা। 

একই তুলিতে রাংয়িছে, হে মহান তোমাতে,

ভুল গুলো সব সারি ধরে, আমায় গোনাতে। 

নিজ ভাষা তে নেই আমার লেখা টাও জানা ,

তোমায় নিয়ে লিখতে আমার নেই কোনো মানা। 

ঊঠতে, বসতে , বলতে, ফিরতে অথবা কোনো মহা প্লাবন এ,

আমি তোমার ছায়া হবো মায়ার এই ভুবনে।  




           In life and in the world.

To break and rebuild myself for you,

Tune again with you.

Unfulfilled dreams belong to people.

When I see you, I wake up with new dreams.

He writes, he arranges, everything he knows,

I will spend my life looking at you.

dyed in the same tuli, O great one,

Mistakes all lined up, count me.

I don't even know my writing in my own language.

I have no reason to write about you.

to rise, to sit, to speak, to return, or at any great flood,

I will be your shadow in this world of Maya.

দুঃসপ্ন।

  দুঃসপ্ন।  তোমার সাথে অনেকটা পথ চলা, একা একা তোমায়  কথা বলা।  তুমি আমার ছোট বেলার সেই পুতুল খেলা, তোমায় ভাবতে কাটে আমার বেলা।  কত শত স্মৃতি...